শ্রীবরদীতে মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইউএনও’র বিদায় সংবর্ধনা
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট বুধবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন।
বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় শ্রীবরদী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হালিম ইন্দিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন আল রশিদ। কোরআন তেলওয়াত করেন মামদামারি দাখিল মাদ্রাসার সুপার আঃ কাদির।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। তারা উপজেলা নির্বাহী অফিসারে মাধ্যমিক শিক্ষা মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম, সততা, নিষ্ঠা ও মানবিকতার নানা দিক তুলে ধরেন। আলোচনা শেষে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার মাধ্যমিক শিক্ষায় কর্মরত কর্মকর্তাদ্বয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের ভূয়সী প্রশংসা করেন। এসময় প্রত্যেক প্রতিষ্ঠানের বঙ্গবন্ধু কর্ণারকে সমৃদ্ধ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর অসমাপ্ত আত্মজীবনী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লিখা শেখ মুজিব আমার পিতা ও আমাদের ছোট রাসেল সোনা বইগুলো প্রদান করেন। শ্রীবরদীতে অদ্যাবধি ২ বছর ৯ মাস ১৪ দিন কর্মরত রয়েছেন।