শ্রীবরদীতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ ও জনসমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তিপূর্ণ জনসভায় জননেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলার প্রতিবাদে ও দুস্কৃতিকারীদের ফাঁসির দাবিতে শেরপুরের শ্রীবরদীতে পৌর আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২২ আগষ্ট সোমবার সন্ধ্যায় পৌর শহরের বাস স্ট্যান্ডে পৌর আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মোতাহারুল ইসলাম লিটন।
পৌর আওয়ামী লীগের সভাপতি আহ্সানউল্লাহ শুকরিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. তরিকুল ইসলাম ভাসানী, সহ প্রচার সম্পাদক আবু সাইদ হিটলার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ওয়াছেক বিললাহ বিল্লাল,মহিলা বিষয়ক সম্পাদক লাবিনা আক্তার লিমা, রানীশিমুল ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আনোয়ার পারভেজ, সদর ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল হালিম, কাকিলাকুড়া ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, কুড়িকাহনিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মনিরুজ্জামান মনি, গড়জরিপা ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম,উপজেলা তাতি লীগের আহবায়ক মোঃ হেলাল উদ্দিন,পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মানিক, প্রচার সম্পাদক ইউসুফ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এড. মেরাজ উদ্দিন চৌধুরী, ছাত্রলীগ নেতা নাজমুল, শ্রীবরদী সরকারি কলেজ ছাত্রলীগের আহবায়ক মোঃ মিনাল,যুগ্ন আহবায়ক কামরুল হাসান শান্ত,পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক আবির হাসান সিদ্দিক প্রমুখ। এসময় উপজেলা আ’লীগ, পৌর আ’লীগ,স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মী ও জনসাধারন উপস্থিত ছিলেন।
অপর দিকে বিকাল ৪টার সময় গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া বাজারে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তিপূর্ণ জনসভায় জননেত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলার প্রতিবাদে ও দুস্কৃতিকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ইউনিয়ন আওয়ামীলীগ, কৃষক লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ,জাতীয় শ্রমিকলীগ ও ছাত্রলীগ।