উপজেলা প্রশাসন কর্তৃক শুভেচ্ছা স্মারক পেল প্রেসক্লাব শ্রীবরদী

উপজেলা প্রশাসন কর্তৃক শুভেচ্ছা স্মারক পেল প্রেসক্লাব শ্রীবরদী

স্টাফ রিপোর্টার:
করোনা বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতা করায় শেরপুরের শ্রীবরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেসক্লাব শ্রীবরদীকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে। ২৮ আগস্ট রোববার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে ওই স্মারক তুলে দেন বদলীর আদেশপ্রাপ্ত ইউএনও নিলুফা আক্তার। এসময় তিনি বলেন, কোভিড-১৯ বিস্তার রোধে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করতে উপজেলা প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাংবাদিকরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে গণসচেতনতা তৈরিতে সংবাদ প্রচারের পাশাপাশি মাঠ পর্যায়ে নানা কাজ করেছেন। সরকার কতৃক গৃহীত সর্বাত্মক লকডান কার্যকর করতেও সাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জনগণের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।

শুভেচ্ছা স্মারক প্রদানের সময় সহকারি কমিশনার (ভূমি) মো. আতাউর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, প্রেসক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সাধারন সম্পাদক ফেরদৌস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিম কবির বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জরুল ইসলাম মঞ্জু, সিনিয়র সাংবাদিক শওকত জামান, তাজুল ইসলাম, সাংবাদিক মমিনুল ইসলাম সহ প্রেসক্লাব শ্রীবরদী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend