শ্রীবরদীতে এস.ডি.জি অর্জনে শিক্ষার গুনগত মানোন্নয়ন ও নতুন কারিকুলাম শীর্ষক ইনহাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে শিক্ষকদের নিয়ে এস.ডি.জি অর্জনে শিক্ষার গুনগত মানোন্নয়ন ও নতুন কারিকুলাম শীর্ষক ইন-হাউজ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মাটিফাটা গণি মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আয়োজনে বিদ্যালয় মিলনায়তনে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অংশগ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের উদ্দেশ্য পরামর্শমূলক বক্তব্য রাখেন শেরপুরের জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিংগাবরুনা ইউনিয়নের চেয়ারম্যান মো. ফকরুজ্জামান।
এসময় বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক জ্ঞান সম্পন্ন, সৎ, দক্ষ, মানবিক জন শক্তি গড়ে তুলতে টেকসই উন্নয়নের লক্ষ্যে শিক্ষা বিষয়ে কাঙ্খিত লক্ষ্য মাত্রা অর্জন ও ২০২৩ সালের নতুন কারিকুলাম বিষয়ে অবগত ও বাস্তবায়নে প্রাথমিক ধারণা প্রদান করা হয়। শিক্ষক- শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রস্থান, নিয়মিত অ্যাসেম্বলি ক্লাস পরিচালনা, শ্রেণিকক্ষ এবং বিদ্যালয় প্রাঙ্গন পরিস্কার পরিচ্ছন্নতা, পাঠপরিকল্পনা মোতাবেক পাঠদান, শিক্ষার্থীদের সাতাঁর শিখানো, শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধ, শিক্ষকদের শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার নিষেধ, মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা, মাল্টিমিডিয়া ক্লাস পরিচালনা, কোচিং বাণিজ্য বন্ধ করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও শিক্ষক ডায়েরি ও প্রধান শিক্ষকের রেজিস্ট্রার ব্যবহার, প্রধান শিক্ষকের মুভমেন্ট রেজিস্ট্রার ব্যবহার, আইসিটি কম্পিউটার ল্যাবের যথোপযুক্ত ব্যবহার, লাইব্রেরি ক্লাস, শরীরচর্চা ক্লাস নিশ্চিতকরণ, অভিভাবক সমাবেশ, আয়রন ফলিক এসিড ট্যাবলেট নিয়মিত খাওয়ানো, গ্রীষ্মকালীন ক্রীড়াতে অংশগ্রহণ, পরিদর্শন কর্মকর্তার মন্তব্য/নির্দেশনা বাস্তবায়ন ইত্যাদি বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়।