শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ আগস্ট মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীবরদীর আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় তিনি ডিলারদের সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি না করার নির্দেশনা প্রদান করেন। এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিলার উদ্দেশ্য নানা দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ও সভার সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন।
এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিকুল হাসান স্বাক্ষর, শ্রীবরদী থানায় সদ্য যোগদানকৃত ওসি (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ মতিন, কাকিলাকুড়া ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এড. আব্দুর রউফ, ভেলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল করিম, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশনের শ্রীবরদী ইউনিটের সভাপতি আবুল কালাম, ডিলার আমিনুল ইসলাম প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার বিসিআইসি সার ডিলার, বিএডিসি সার ডিলার সহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে ডিলারবৃন্দ সরকার নির্ধারিত দামে সার বিক্রির প্রতিশ্রুতি ব্যক্ত করেন।