শ্রীবরদীতে বিদ্যালয়ের সভাপতির নিজস্ব উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার সকালে বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে ড্রেস বিতরণ করা হয়। বিদ্যালয়ের সভাপতি মাহবুবুর রহমান সুজা নিজস্ব অর্থায়নে ৯৭ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন স্কুলের শিক্ষার্থীরা।
ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. জিয়াউল হক।
বিলভরট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো. মাহবুবুর রহমান সুজার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন ফাতেমা বেগম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ রানীশিমুল ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ। বিদ্যালয়ের সহকারি শিক্ষক ওয়াকিল তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মোতালেব, রানীশিমুল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধ আব্দুল হামিদ সাজ মাস্টার, ভায়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল আলম, রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এম.এ মোনায়েম, ওয়াছেক বিল্লাহ বিল্লাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা পারভীন, সাবেক ইউপি সদস্য স্বপন প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৯৭ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস তুলে দেওয়া হয়।