শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণের ফলোআপ মিটিং অনুষ্ঠিত

শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণের ফলোআপ মিটিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক শিক্ষক প্রশিক্ষণের ফলোআপ মিটিং অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগষ্ট বুধবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এপি’র আয়োজনে উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা রিসোর্স সেন্টারের সহযোগিতায় রিসোর্স সেন্টার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদী এপি’র ম্যানেজার প্রকাশ চাম্বুগং এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসিবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক। এসময় তিনি শিক্ষকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণে শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ের উপর সেশন পরিচালনা করেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহির উদ্দিন।
প্রোগ্রাম অফিসার হারুনুর রশীদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে সেশন পরিচালনা করেন জংগলখিলা পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলিফ লায়লা। উপজেলার নির্বাচিত পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১০ জন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মিটিং এ অংশগ্রহণ করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend