শ্রীবরদীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ৪৯ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ০১ সেপ্টেম্বর সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে প্রতিষ্ঠান প্রধানগনের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন, তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল, বানিবাইদ এএএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠান পর্যায়ে ৪ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর খেলাধুলা চলবে।