শ্রীবরদীতে ওএমএস চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে ওএমএস চাল খোলা বাজারে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ও ০১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মেসার্স জনতা এন্টারপ্রাইজে চাল বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন, মেসার্স জনতা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হামিদুর রহমান সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর থেকে ৩০ টাকা কেজি দরে প্রত্যেক ব্যাক্তি সর্বোচ্চ ০৫ (পাঁচ) কেজি করে প্রতি মাসে সর্বোচ্চ ২ বার চাল নিতে পারবে। টিসিবি’র কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। উপজেলার উত্তর বাজারে মেসার্স মহির এন্ড মুহিত এন্টারপ্রাইজ, থানা রোডে মেসার্স জনতা এন্টারপ্রাইজ ও পশ্চিম বাজারে মেসার্স হাজেরা এন্টারপ্রাইজ নির্দিষ্ট পয়েন্টে চাল বিক্রি করবে। প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চাল বিক্রি করা হবে।