শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে কৃষকের মৃত্যু
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে ফুল মাহমুদ ওরফে ফকির আলী (৩৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১২ সেপ্টেম্বর সোমবার বিকালে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চকবন্দী গ্রামে ঘটনাটি ঘটেছে। নিহত ফকির আলী একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার বিকালে ফকির আলী গরুর জন্য ঘাস কেটে পার্শ্ববর্তী সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমানের পুকুরে পরিস্কার করতে যায়। ঘাস পরিস্কার করার একপর্যায়ে ফকির আলী সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। এতে পানিতে ডুবে তার মৃত্যু হয়। খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অভিযান চালিয়ে সন্ধ্যায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করে। নিহত ফকির আলীর বড় ভাই আয়নাল হক বলেন, আমার ছোট ভাই মৃগী রোগে আক্রান্ত ছিলো। ঘাস পরিস্কার করার সময় হয়তো মৃগী রোগ উঠে। তাই পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়।
জামালপুরের ফায়ার সার্ভিসের টিম লিডার সরোয়ার হোসেন বলেন, আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসি। পরে আমাদের ডুবুরি দল পুকুর থেকে কৃষকের মরদেহ উদ্ধার করে।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।