শ্রীবরদীতে শিশু শিক্ষার্থীদের নিয়ে পাঠ উৎসব অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
পঠন দক্ষতা বৃদ্ধি করতে শেরপুরের শ্রীবরদীতে শিশু শিক্ষার্থীদের নিয়ে পাঠ উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শ্রীবরদী এপি’র উদ্যোগে হলরুমে ৫টি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিত ৫০ জন শিক্ষার্থী নিয়ে এ পাঠ উৎসবের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীবরদী এরিয়া প্রোগ্রামের ম্যানেজার প্রকাশ চম্বুগং। তিনি বলেন, শিক্ষার্থীদের পঠন দক্ষতা বৃদ্ধি করতে ও তাদেরকে শিক্ষার প্রতি উৎসাহিত করার প্রতি বছর পাঠ উৎসবের আয়োজন করা হয়। উপজেলার ৪টি ইউনিয়ন ও পৌরসভার ১৫টি রিডিং ক্যাম্প ১ম থেকে ৩য় শ্রেনির শিক্ষার্থীদের নিয়ে পাঠ উৎসবের আয়োজন করা হয়। পরবর্তীতে রিডিং ক্যাম্প থেকে নির্বাচিত ৫০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
পাঠ উৎসবে উপস্থিত ছিলেন, প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাংসাং, হারুনুর রশীদ, সাংবাদিক রেজাউল করিম বকুল, তাসলিম কবির বাবু সহ ফ্যাসিলেটর ও শিক্ষার্থীরা। পরে পরে প্রত্যেক শিক্ষার্থীকে ১টি করে রং পেন্সিল বক্স উপহার দেওয়া হয়।