শ্রীবরদীতে টিসিবি’র পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে উপকারভোগী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর রোববার সকালে শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদে টিসিবি’র পণ্য (তেল, চিনি, ডাল) উপকারভোগী পরিবারের মাঝে তুলে দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। এসময় শ্রীবরদী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান, গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সদর ইউনিয়নের দুটি কেন্দ্রে ১ হাজার ১৫৬ জন উপকারভোগী টিসিবির পণ্য পাবে। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস বলেন, সরকারি নির্দশনা মোতাবেক শ্রীবরদী উপজেলায় ১৭ হাজার ৪৮১ জন উপকারভোগী ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য পাবে। বিতরণ কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করছে।
উল্লেখ্য, উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় শ্রীবরদীর ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৭ হাজার ৪৮১ জন উপকারভোগী টিসিবির পণ্য পাবে।