শ্রীবরদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে উমেছা বেগম (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২১ সেপ্টেম্বর বুধবার রাতে উপজেলার খড়িয়াকাজির চর ইউনিয়নের দক্ষিণ লংগরপাড়া থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ উমেছা বেগম দক্ষিণ লংগরপাড়া গ্রামের মো. সমেজ উদ্দিনের স্ত্রী ও একই গ্রামের উমেদ আলীর মেয়ে।
পুলিশ ও এলাকার বাসিন্দারা জানান, উমেছা বেগম খুবই রাগী ছিলেন। বুধবার সন্ধ্যায় উমেছার স্বামী সমেজ উদ্দিন ভাটিলংগর পাড়া বাজারে কেনাকাটা করতে যায়। উমেছা বেগম রাতের রান্না শেষে করে নিজ বসত ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে বাশের ধরনার সাথে রশি দিয়া ফাঁস দেয়। সমেজ উদ্দিন বাজার থেকে এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাক দিলে কোন সাড়া না পেয়ে বাড়ির অন্যান্য লোকজনকে ডাক দেন। এক পর্যায়ে তাহারা বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে উমেছা বেগমকে ফাঁসিতে ঝুলতে দেখেন। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে উমেছা বেগমের মরদেহ উদ্ধার করেন।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।