শ্রীবরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত


স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোজনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমএ মতিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক, উপজেলা শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির বাবু প্রমুখ। আলোচনা শেষে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।