শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করায় ৫০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করায় মো. সাইদ নামে এক ব্যাক্তির নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল চৌরাস্তা এলাকায় পাহাড়ি নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করায় ওই জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল এলাকা থেকে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় পাহাড়ি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এছাড়াও পরিবহনকৃত বালু জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস বলেন, জনস্বার্থে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।