বকশীগঞ্জে বজ্রপাত প্রতিরোধে ৫শ তালবীজ রোপণ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত নিরোধে মঙ্গলবার বেলা ১১ টায় তালবীজ রোপণ করা হয়েছে। আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন ও সেফ দ্যা নেচার অব বাংলাদেশ এর জামালপুর জেলার উদ্যোগে বকশীগঞ্জ- ধানুয়া কামালপুর সড়কে ৫ শ তালবীজ রোপণ করা হয়। তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা। তালবীজ রোপণ কর্মসূচির উদ্যোক্তা ও সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ছাড়াও তালবীজ রোপণকালে বকশীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এসএম আবু সায়েম, জামালপুর পল্লী বিদ্যু সমিজির বোর্ড সভাপতি মেসবাহ উল হক তুহিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক মনিরুজ্জামান লিমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিব, আলো স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠনের সভাপতি নাজমুস সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন ব্যক্তিবর্গ ।