অবৈধভাবে বালু উত্তোলন করায় শ্রীবরদীতে ৩ জনকে জরিমানা
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ওই ৩ জনের কাছ থেকে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া নদীর উপর মাটিফাটা ব্রিজের নিকট থেকে বেকু দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় উত্তোলতের কাজে ব্যবহৃত বেকু ও মাহিন্দ্র গাড়ি আটক করে ভ্রাম্যমান আদালত। পরে আটককৃত বেকু ও মাহিন্দ্র গাড়ির ৩ মালিককে ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।