শ্রীবরদীতে শিক্ষকদের শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আলম
স্টাফ রিপোর্টার:
শিক্ষকদের শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন বদলীর আদেশপ্রাপ্ত শেরপুরের শ্রীবরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আলম তালুকদার। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে শ্রীবরদী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আয়োজনে তাতীহাটি আইডিয়াল স্কুল মাঠে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কর্মকালীন সময়ের স্মৃতিচারণ করে উপজেলার বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান। শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হালিম মিঞা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন।
তাতীহাটি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বানিবাইদ এএএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, খড়িয়াকাজির চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, গোপালখিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ শাহ, শংকরঘোষ এ জুব্বার দাখিল মাদ্রাসার সুপার এরশাদ আলী, লংগরপাড়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল্লাহ আল মামুন, হালগড়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাইদুর রহমান, টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম ফারুক, সহকারি শিক্ষক রফিকুল ইসলাম, রায়হানা ফেরদৌসী, শিখা রানী দে, ইজ্জত আলী, শহিদুর রহমান, শারমিন সুলতানা, নাফিউল ইসলাম প্রমুখ। বিদায় বেলায় বিদায়ী অতিথি ও শিক্ষকবৃন্দ স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন। এসময় বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ব্যক্তিগত উদ্যোগে ৬০ টি বিদ্যালয়ে দেয়াল ঘড়ি উপহার প্রদান করেন। শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা, সম্মাননা স্মারক ও উপহার দেওয়া হয় বিদায়ী অতিথিকে। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বদলীর আদেশপ্রাপ্ত মো. রুহুল আলম তালুকদার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করবেন।