মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে শ্রীবরদীতে ইউএনও’র বাজার মনিটরিং
স্টাফ রিপোর্টার:
ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ এবং দণ্ডনীয় অপরাধ। এ নির্দেশনা বাস্তবায়নে শ্রীবরদী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস। শুক্রবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার পৌরসভা, লংগরপাড়া, ঝগড়ার চর মৎস্য বাজার সহ বিভিন্ন বাজার মনিটরিং করেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা তারেক আজিজ উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে কোন বাজারে ইলিশ মাছ পাওয়া যায়নি। এছাড়াও আগামী ২৮ অক্টোবর পর্যন্ত সরকারি নির্দেশনা মোতাবেক সকল মৎস্য ব্যবসায়ীদেরকে ইলিশ মাছ বিক্রি না করার নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস। তিনি বলেন, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।