বকশীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার রাতে বকশীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক মাহফুজ আহমেদ এর নেতৃত্বে পুলিশ সদস্যরা ঢাকা থেকে হজরত আলী (৪০) নামে ওই পলাতক আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত হজরত আলী বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের বিনোদের চর গ্রামের আবদুল জব্বারের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১২ সালে ঢাকার রমনা থানা পুলিশের হাতে ২৬৫ বোতল ফেনসিডিল সহ আটক হন বকশীগঞ্জের হজরত আলী। যার মামলা নং-৩২/৫,। ওই মামলায় ২০১৯ সালে ঢাকার মেট্রোপলিট্রন আদালতে হজরত আলীর যাবজ্জীবন সাজা হয়। তখন থেকেই পলাতক ছিলেন সাজাপ্রাপ্ত হজরত আলী। তাকে ধরতে বিজ্ঞ আদালত ২০১৯ সালে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন। ২০১৯ সালেই বকশীগঞ্জ থানায় ওয়ারেন্ট পেপার পাঠানো হয়। তখন থেকেই বকশীগঞ্জ থানার কর্মকর্তাবৃন্দ হজরত আলীকে গ্রেপ্তার করতে চেষ্টা করতে থাকেন।
সবশেষ বকশীগঞ্জ থানার এএসআই মাহফুজ আহমেদ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢাকার খিলগাঁও এলাকা থেকে হজরত আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত হজরত আলীকে বিধিমোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend