শ্রীবরদীতে অসহায় বৃদ্ধার পাশে উপজেলা প্রশাসন
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে অসহায় বৃদ্ধা জবিলা খাতুন (৯২) এর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৯ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস ওই বৃদ্ধার বাড়িতে উপস্থিত হয়ে খোঁজ খবর নেন এবং বৃদ্ধার সাথে কথা বলেন। এসময় আর্থিক সহায়তা প্রদান করেন এবং ঘর মেরামতের জন্য টিনের ব্যবস্থা সহ অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন। সে উত্তর মাটিয়াকুড়া গ্রামের মৃত অছিমদ্দিনের মেয়ে ও মৃত নুশি খাঁ’র স্ত্রী।
জানা যায়, উপজেলার গোশাইপুর ইউনিয়নের উত্তর মাটিয়াকুড়া গ্রামের অসহায় হতদরিদ্র বৃদ্ধা জবিলা খাতুনের স্বামী নুশি খাঁ ২৫-৩০ বছর আগে মারা যায়। স্বামী মারা যাওয়ার পর থেকে বৃদ্ধাকে ছেলে, ছেলের বউ ও নাতিরা দেখাশোনা করতো। অভাবের তাড়নায় বৃদ্ধার ছেলে আব্দুর রহিম ওরফে টিপু তার স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে যায়। এদিকে বৃদ্ধার নাতি মালেক ও খালেক ভাড়ায় রিকশা চালিয়ে নিজের পরিবার ও বৃদ্ধ জবিলাকে দেখাশোনা করে। কিন্তু পরিবারের সদস্য বেশি হওয়ার স্বল্প আয় দিয়ে ঘর মেরামত করা সম্ভব হয়নি। তাই একটি ঝুপড়ি বসত ঘরের পাশে একচালা ছাউনি দিয়ে বৃদ্ধার জন্য থাকার ব্যবস্থা করে নাতিরা। জরাজীর্ণ এই ছাউনির নিচেই থাকতো বৃদ্ধা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নজরে আসে উপজেলা প্রশাসনের। খোঁজ খবর নিয়ে বৃদ্ধার বাড়িতে যান উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। এসময় তিনি সার্বিক খোঁজ খবর নেন। পরে নগদ আর্থিক সহায়তার পাশাপাশি ঘর মেরামতের জন্য টিনের ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ সহ বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডা শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স ও তার বন্ধুদের সহযোগিতায় স্যানিটেশন সহ আর্থিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক সংগঠন সহ অন্যান্য অনেকেই সহযোগিতার আশ্বাস দিয়েছেন।