শ্রীবরদীতে লেবু জাতীয় ফসল বৃদ্ধির লক্ষ্যে কৃষক কৃষাণীর প্রশিক্ষণ
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের শ্রীবরদী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক কৃষাণীদের লেবু জাতীয় ফসল উৎপাদনে উৎসাহিত করতে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন শ্রীবরদী উপজেলার বিভিন্ন জায়গায় লেবুজাতীয় ফসল উৎপাদনের পরীক্ষার পর জানা যায় এই মাটিতে উন্নত লেবু জাতীয় ফসল ভালো হবে।
এ লক্ষ্যে বৃহস্পতিবার (২০ অক্টোবর) উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক /কৃষাণীদের ফসল উৎপাদনে উদ্বুদ্ধকরণে দিন ব্যাপী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হল রুমে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরাত জাহান ।
প্রশিক্ষণ শেষে ৩০ জন কৃষকদের মাঝে মালটা কমলা লেবু চারা, কৃষি উপকরণ, সার, কীটনাশক সহ একটি করে সাইনবোর্ড বিতরণ করেন।