শ্রীবরদীতে ভ্রাম্যমান আদালতের জরিমানা
শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া পশ্চিম পাড়া গ্রামে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সরকারি খাল থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অপরাধে মো. সাইফুল্লাহ (৭৮) কে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।