শ্রীবরদীতে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি ও র্যালি অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
জীবন ও স্বাস্থ্য সুরক্ষা নিরাপদ খাদ্য, নিরাপদ খাদ্য, উন্নত স্বাস্থ্য এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ শেরপুর জেলা কার্যালয়ের আয়োজনে কুড়িকাহনিয়া সাউথ কুরুয়া উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের নিয়ে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ ও স্বাস্থ্য সুরক্ষার দিকনির্দেশনা তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ শেরপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল আলম।
কুড়িকাহনিয়া সাউথ কুরুয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে ও শ্রীবরদীর নিরাপদ খাদ্য পরিদর্শক একেএম মাসুদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আহাম্মদ আলী, সহকারি শিক্ষক শাহাদাত হোসেন প্রমুখ। এসময় শেরপুর জেলা কার্যালয়ে নমুনা সংগ্রহকারী সাদিয়া সুলতানা, গণমাধ্যমকর্মী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে শিক্ষার্থীদের নিয়ে একটি র্যালি কুড়িকাহনিয়া বাজার প্রদক্ষিণ করে।