শ্রীবরদীতে সোনালী ব্যাংক লি: সিনিয়র অফিসার (ক্যাশ) আব্দুল জলিলের বিদায় সংবর্ধনা


স্টাফ রিপোর্টার:
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার সোনালী ব্যাংক লিমিটেড শ্রীবরদী শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) মোঃ আব্দুল জলিলের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সোনালী ব্যাংক লিমিটেড, শ্রীবরদী শাখার আয়োজনে ব্যাংক কার্যালয়ে ওই বিদায় অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড শেরপুর জেলার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শ্যামল কুমার মন্ডল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। সোনালী ব্যাংক লিমিটেড শ্রীবরদী শাখার সিনিয়র অফিসার মো. সরোয়ার হোসেন সরোয়ার্দীর সঞ্চালনায় বক্তব্য দেন সোনালী ব্যাংক লিমিটেড শেরপুর প্রিন্সিপাল অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মিজানুর রহমান, সোনালী ব্যাংক লিমিটেড শ্রীবরদী শাখার ব্যবস্থাপক এ.এস.এম মাসুম চৌধুরী, সোনালী ব্যাংক লিমিটেড ঝিনাইগাতী শাখার ব্যবস্থাপক মো. মোস্তফা কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী অফিসার মোঃ আব্দুল জলিলকে পুরস্কার দেওয়া হয়।