শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ছালাহ্ উদ্দিন

শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ছালাহ্ উদ্দিন

স্টাফ রিপোর্ট:
আগামী ১৬ নভেম্বর আসন্ন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন বাংলাদেশ কৃষকলীগ শেরপুর জেলা শাখার সহ-সভাপতি মো. ছালাহ্ উদ্দিন ওরফে ছালেম। তিনি উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের মৃত ভিক্ষু শেকের ছেলে।
জানা যায়, ১৯৭৯ সালে বাংলাদেশ ছাত্রলীগ শ্রীবরদী উপজেলা শাখার কার্যকরী সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে শ্রীবরদী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, কৃষক লীগের সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য সহ অদ্যাবধি শেরপুর জেলা কৃষক লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। রাজনৈতিক জীবনে স্বৈরাচার বিরোধী ৯০ এর পুলিশি নির্যাতনের শিকার, ৯১ এর গণ আন্দোলনে অংশগ্রহণ ও ৯৬ এর তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলনের সময় রাজনৈতিক মামলার শিকার হয়ে কারাবরণ করেন। ২০০৮, ২০১৪, ২০১৮ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির অন্যমত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বড়ি, ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করেন।
এব্যাপারে কথা হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি ছালাহ্ উদ্দিন ছালেম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রত্যয়ে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। বর্তমান বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে রূপকল্প ভিশন-২০৪১ বাস্তবায়নের জন্য সর্বদা মুজবি সৈনিক হিসেবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজনকরে যাচ্ছি। তিনি আরো বলেন, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে ত্যাগী নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা আওয়ামী লীগকে শক্তিশালী করে গড়ে তুলবো।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend