শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী আলমগীর হোসেন
স্টাফ রিপোর্টার:
আসন্ন শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আলমগীর হোসেন। তিনি ২০০৩ সাল থেকে অদ্যবধি পর্যন্ত উপজেলা আ’লীগের দায়িত্ব পালন করে আসছেন। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের দাবিতে ছাত্রলীগের কর্মী হিসেবে মিছিল, মিটিং এ অংশগ্রহণ এবং ১৯৯০ সালে স্বৈরাচারী এরশাদ হটাও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করি। এছাড়াও শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছেন। এব্যাপারে কথা হলে আলমগীল হোসেন বলেন, মুক্তিযোদ্ধের সময় আমার পরিবারের সকল সদস্যই ভারতের মহেন্দ্রগঞ্জ এলাকায় শরনার্থী হিসেবে ছিলো। আমার মরহুম পিতা আক্তার হোসেন, মোক্তার হিসেবে স্বাধীনতার পূর্ববর্তী সময়ে একজন আওয়ামীভুক্ত আইনজীবি পেশার লোক ছিলেন। জন্মগত ভাবেই আমি আওয়ামী ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমার দুই ভাই বীরমুক্তিযোদ্ধা। তিনি আরো বলেন, আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলে ত্যাগী নেতাকর্মীদের সাথে নিয়ে হাইব্রিড মুক্ত শ্রীবরদী উপজেলা আ’লীগ গঠন করবো।
উল্লেখ্য,আগামী ১৬ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।