শ্রীবরদীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পুষ্টি কমিটির আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে পুষ্টি’র বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে আলোচনসভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স প্রজেক্টের সহায়তায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন ও উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, সাংবাদিক রেজাউল করিম বকুল, ফরিদ আহমেদ রুবেল, তাসলিম কবির বাবু প্রমূখ। বক্তারা এ প্রকল্পকে আরো সম্প্রসারিত করার আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন উপজেলা বিংস প্রজেক্টের উপজেলা কো-অর্ডিনেটর অর্চনা রোজারি। এসময় উপজেলা বিংস প্রকল্পের প্রজেক্ট অফিসার রাম প্রসাদ ঘোষ, শুভ্রা কু্বি ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।