শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ করাতকলের যন্ত্রাংশ জব্দ
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১০ টি অবৈধ করাতকলের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। বন বিভাগের দশ কিলোমিটারের মধ্যে অবৈধভাবে করাতকল স্থাপনের দায়ে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১০ টি অবৈধ করাতকলের যন্ত্রাংশ জব্দ করা হয়। এসময় বালীজুরি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম, শ্রীবরদী নার্সারির ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, জব্দকৃত যন্ত্রাংশ বন বিভাগের জিম্মায় রাখা হয়েছে। অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলেছে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফতেখার ইউনুস বলেন, নিয়ম না মেনে বনের দশ কিলোমিটারের মধ্যে অবৈধভাবে করাতকল স্থাপন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ টি করাতকলে যন্ত্রাংশ জব্দ করে কলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও যেসব করাতকল অবৈধভাবে স্থাপন করা হয়েছে সেগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।