শ্রীবরদীতে জনসচেতনতা বৃদ্ধিকল্পে উঠান বৈঠক অনুষ্ঠিত

শ্রীবরদীতে জনসচেতনতা বৃদ্ধিকল্পে উঠান বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মানব পাচার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিকল্পে শেরপুরের শ্রীবরদীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় শ্রীবরদী আয়োজনে খড়িয়াকাজির চর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন খড়িয়াকাজির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল মিয়া, ইউপি সদস্য ননি প্রমুখ। সভায় বক্তারা বাল্যবিবাহের কুফল, মাদকের ভয়াবহতা সহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend