শ্রীবরদীতে শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলে প্রচারণামূলক র্যালি ও সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে শিশু ও নারীর বিরুদ্ধে সহিংসতা নির্মূলে প্রচারণামূলক সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা কার্যালয় শ্রীবরদীর আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত, ইউনিসেফ সাহায্যপুষ্ট একসিলারেটিং প্রোটেকশন ফর চিলড্রেন (এপিসি) প্রকল্পের উদ্যোগে রানীশিমুল ইউনিয়নের আসান্দিপাড়া ক্লাব প্রাঙ্গণে এপিসি প্রকল্পের শিশু ও কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই বাল্যবিবাহের কুফল, শিশু অধিকার ও নারীর প্রতি সহিংসতা নির্মূলের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ।
আরো বক্তব্য রাখেন এপিসি প্রকল্পের চাইল্ড রাইটস ফ্যাসিলিটেটর জাকির হাসান। এসময় শিশু কিশোর-কিশোরী ক্লাবের অন্যান্য সদস্যর ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে ১০ ডিসেম্বর পর্যন্ত এপিসি প্রকল্পের উদ্যোগে ১৬ দিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।