শ্রীবরদী মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
৬ ডিসেম্বর শ্রীবরদী উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড শ্রীবরদীর আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কমপ্লেক্স চত্বরে মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের (ভারপ্রাপ্ত) সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাকের মুহম্মদ আব্দুল্লাহ দানার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার ও সিংগাবরুনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরল ইসলাম, যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার ও কাকিলাকুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এম এ মতিন, উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন শেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।