শ্রীবরদীতে নারী নির্যাতন নির্মূলে প্রচারাভিযান সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
“সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে নারী নির্যাতন নির্মূলের লক্ষ্যে প্রচারাভিযান সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এপি’র আয়োজনে অফিস প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।
সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এপি’র ম্যানেজার প্রকাশ চাম্বুগং। প্রোগ্রাম অফিসার জনপল স্কু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, তাতিহাটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, সিংগাবরনা ইউপি চেয়ারম্যান ফকরুজ্জামান কালু, কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাংসাং, জেফিরাজ দোলন কুবি, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। পরে বাল্য বিবাহ ও যৌতুকের কুফল নিয়ে নাটিকা উপস্থাপন করেন স্থানীয় শিশু ফোরামের সদস্যরা।
সভায় এলাকার গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি , ইউপি সদস্য, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতাসহ শিশু ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।