শ্রীবরদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
“সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম, বীরমু্ক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দা তানজিনা আফরিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।