রাতে হতদরিদ্র শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন শ্রীবরদী’র ইউএনও ইফতেখার ইউনুস
স্টাফ রিপোর্টার:
পৌষের শুরুতেই ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। এতে দুর্ভোগে পড়েছেন অসহায় হতদরিদ্র শীতার্তরা। হঠাৎ তীব্র শীতে তারা কষ্টে জীবন যাপন করছেন। তাই শীতার্তদের পাশে দাঁড়িয়েছে শ্রীবরদী উপজেলা প্রশাসন। শুক্রবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার পৌরশহরের বিভিন্ন এলাকা ঘুরে ও বাড়ি গিয়ে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।
শীতবস্ত্র পেয়ে খুশি শীতার্তরা। তারা বলেন আমরা গরিব মানুষ, টাকা পয়সাও নেই যে কম্বল কিনে শীত নিবরাণ করবো। রাতের আধারে আমাদের খোঁজ-খবর নিয়ে কম্বল দেয়ায় ইউএনও স্যারের কাছে আমরা কৃতজ্ঞ।
উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস জানান, প্রতিবছরই শীতের সময় হতদরিদ্ররা কষ্টে জীবন যাপন করেন। তাই তাদের একটু স্বস্তি দিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত শীতবস্ত্র উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, অসহায় মানুষদের কষ্টের কথা ভেবে রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেছি। আমাদের এই ছোট উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে।