শ্রীবরদীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভুমিহীন ও গৃহহীনদের জন্য ৪র্থ পর্যায়ের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী হাড়িয়াকোনা গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য নির্মাণাধীন ৮টি ঘর পরিদর্শন করেন। এসময় কাজের গুণগত মান ও অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
জেলা প্রশাসক সাহেলা আক্তার বলেন, আশ্রয়ণ-২ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ একটি সরকারি প্রকল্প। যার মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন এবং যার জমি আছে ঘর নেই এমন পরিবারের জন্য বাসস্থান নির্মাণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারকে পুনর্বাসিত করার উদ্যোগটি চমৎকার। এছাড়াও, ঘর নির্মাণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় শেরপুরের স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা।