ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে শেরপুর সীমান্তে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার:
শেরপুরের সীমান্তবর্তী গজনী অবকাশে ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের উদ্যোগে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের আয়োজনে গজনী অবকাশে ব্যাক্তিগত উদ্যোগে দুই শতাধিক হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল তুলে দেন ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ সুপার এ.এ.এম হুমায়ুন কবীর (পিপিএম)। এসময় তিনি বলেন, শীতের তীব্রতায় গ্রামীণ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাই তাদের কথা চিন্তা করে এই উদ্যোগ গ্রহণ করেছি। এতে করে কিছুটা হলে তাদের কষ্ট লাঘব হবে।
বিতরণ অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন তালুকদার, ঝিনাইগাতী থানা অফিসার ইনচার্জ মনিরুল আলম ভূইয়া সহ পুলিশ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র পেয়ে খুশি হতদরিদ্র শীতার্তরা।