শ্রীবরদীতে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শ্রীবরদীতে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
” বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিয়ে,  পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু্ প্রতিরোধে সচেতনতার লক্ষে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার তাতিহাটি ইউনিয়নের ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী থানার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান, বিপিএম। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস। শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সোহেল মাহমুদ, শ্রীবরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক এইচ. এম ইকবাল হোসেন, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল।

সমাবেশে বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ্ব, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার দুই সহাস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend