শ্রীবরদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
“স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল শ্রীবরদী’র আয়োজনে ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উমর ফারুক।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. সারাহ তাসনুভা প্রীতি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন। আলোচনা শেষে সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ ও অনুষ্ঠানের সমাপনী করা হয়। প্রদর্শনীতে ৬টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ৪৫টি স্টল স্থান পায়। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও ৫ দিনব্যাপী সেবা সপ্তাহ উপলক্ষে সেবা কার্যক্রম চলমান থাকবে।