শ্রীবরদীতে গৃহ ও জমি হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

শ্রীবরদীতে গৃহ ও জমি হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে উপকারভোগীদের কাছে গৃহ ও জমি হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। এসময় উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস বলেন, আগামী ২২ মার্চ  মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে ঘর ও জমি হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করবেন। এরই ধারাবাহিকতায় শ্রীবরদীতে ৩য় পর্যায়ে ৯টি  ও ৪র্থ পর্যায়ে ৩৫টি ঘর জমি সহ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ফেরদৌস আলী, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা প্রকৌশলী মশিউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুজ্জামান, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন সহ উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend