শ্রীবরদীতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস শ্রীবরদীর আয়োজনে শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশনে শিক্ষার্থীদের নিয়ে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
তিনটি গ্রুপে ক(৬ষ্ঠ-৮ম), খ(৯ম-১০ম), গ (একাদশ-দ্বাদশ) ভাষা ও সাহিত্য, গনিত ও কম্পিউটার, দৈনন্দিন বিজ্ঞান/বিজ্ঞান, বাংলাদেশ স্টাডিজ, বাংলাদেশের ষ্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সৃজনশীল প্রতিযোগিতায় শ্রীবরদী মথুরানাথ বিনোদিনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ টি, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউশন ৪টি, তাতিহাটি আইডিয়াল স্কুল ১ টি, শ্রীবরদী সরকারি কলেজ ৩টি , আয়শা-আইন উদ্দিন মহিলা কলেজ ২ টি বিষয়ে বিজয়ী লাভ করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস প্রতিযোগিতামূলক পরীক্ষা পর্যবেক্ষন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম এলাহী আখন্দ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সার্বক্ষণিক তদারকি করেন।
এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, আবু তারেক, আশরাফুল ইসলাম ও রৌহা হিম্মত আব্দুল মোল্লা একাডেমির সহকারী শিক্ষক মাসুদ করিম।
প্রত্যেক বিজয়ী উপজেলা পর্যায়ে ২ হাজার টাকা পুরস্কার পাবেন।