শ্রীবরদীতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। রোববার (২৬ মার্চ) প্রত্যুষে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, পুলিশ, প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে বীর মুক্তিযোদ্ধাদের মাজার জিয়ারত করা হয়। সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে আনুষ্ঠিানিকভাবে পতকা উত্তোলন ও বিভিন্ন বাহিনীর অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
এসময় সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকিউল বারী, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন ও উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহির উদ্দন। অতিথিবৃন্দ, কুচকাওয়াজ ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহাণকারীদের মাঝে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।