শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
” বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিয়ে, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু্ প্রতিরোধে জনসচেতনতার লক্ষে বুধবার ( ২৯ মার্চ) বিকালে শ্রীবরদী থানার আয়োজনে উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান, বিপিএম।
থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক, (প্রশাসন), নালিতাবাড়ী সার্কেলর সহকারি পুলিশ সুপার রায়হানা ইয়াসমিন।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নাঈম মোহাম্মদ নাহিদ হাসানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গড়জরিপা ইউপি চেয়ারম্যান এমএ জলিল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমূখ। সমাবেশে এলাকার বীর মুক্তিযোদ্ধা, পুলিশ কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ্ব সহ বিভিন্ন শ্রেণী পেশার পাচঁ শতাধিক লোকের সমাগম ঘটে।