শ্রীবরদীতে শিশু সুরক্ষায় অবদানের জন্য সম্মাননা প্রদান
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে শিশু সুরক্ষায় অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শ্রীবরদী এপির আয়োজনে এপি অফিস প্রাঙ্গণে গ্রাম উন্নয়ন কমিটির সদস্য ও শিশু ফোরামের সদস্যদের অংশগ্রহণে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীবরদী এপির ম্যানেজার জোনাশ ক্লেরি কস্তার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ। প্রোগ্রাম অফিসার জনপল স্কু’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা দুলাল মিয়া, সাবেক ইউপি সদস্য গোলাম মোস্তফা, প্রেসক্লাব শ্রীবরদীর যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিম কবির বাবু।
পরে প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাংসাং এর উপস্থাপনায় শিশু সুরক্ষায় অবদানের জন্য সম্মাননা স্মারক গ্রহণ করেন তাতিহাটি প্রতিবাদী শিশু ফোরাম, হালুয়াহাটি প্রতিভা শিশু ফোরাম, কামারপাড়া শাপলা শিশু ফোরাম, কর্ণঝোড়া শিশু ফোরাম, শ্রীবরদী ইয়োথ ফোরাম, ছনকান্দা, হালুয়াহাটি, কর্ণঝোরা, ভূতনিকান্দা গ্রাম উন্নয়ন কমিটি। এসময় শ্রীবরদী এপি’র অফিসারবৃন্দ, অভিভাবক, শিশু সহ বিভিন্ন শেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।