শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু: উপজেলা পরিষদের সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে করিম মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। হাতির আক্রমণ থেকে ধান খেত রক্ষা করতে গেলে উপজেলার সীমান্তবর্তী রানীশিমুল ইউনিয়নের বালিজুরি গ্রামের সোনাঝুড়ি এলাকায় ওই কৃষকের মৃত্যু হয়। এঘটনায় নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে শ্রীবরদী উপজেলা পরিষদ। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে নিহত কৃষকের পরিবারের হাতে ২০ হাজার টাকা সহায়তা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাতে ঝুলগাঁও গ্রামের রবিউল ইসলামের ছেলে কৃষক করিম মিয়া সোনাঝুরি এলাকায় ধান খেত পাহাড়া দিতে যায়। হঠাৎ ধান খেতে বন্য হাতির দল আক্রমণ করে। এসময় হাতি তাঁড়াতে গিয়ে বৃহস্পতিবার রাত ৩ টার দিকে ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়। এঘটনায় কৃষকের খালাতো ভাই খবির মিয়া (২০) আহত হয়।