সবার উপড়ে লামিচান
ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১শ উইকেট শিকারে বিশ্বরেকর্ড গড়লেন নেপালের স্পিনার সন্দ্বীপ লামিচান। এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।
আজ এসিসি প্রিমিয়ার কাপের সপ্তম ম্যাচে ওমানের বিপক্ষে ম্যাচে ৮ ওভারে ৪৫ রানে ৩ উইকেট নেন লামিচান। ওয়ানডে ক্যারিয়ারের ৪২তম ম্যাচে ১শ উইকেট পূর্ণ করেন লামিচান। যা ওয়ানডেতে দ্রুততম ১শ উইকেট।
এত দিন এই বিশ^রেকর্ডটি দখলে রেখেছিলেন রশিদ। ৪৪ ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারে ১শ উইকেট পূর্ণ করেছিলেন রশিদ। ২০১৮ সালের মার্চে হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে দ্রুততম ১শ উইকেট শিকারের মালিক হন রশিদ। পাঁচ বছর পর রশিদের রেকর্ড ভাঙ্গলেন লামিচান।
লামিচানের বিশ^রেকর্ডের ম্যাচে ৮৪ রানে জয় পায় নেপাল।