শ্রীবরদীতে এসএসসি পরীক্ষায় বসবে ৪১২৬ শিক্ষার্থী
স্টাফ রিপোর্টার:
সারা দেশের ন্যায় শেরপুরের শ্রীবরদীতে এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আ রবিবার (৩০ এপ্রিল) শ্রীবরদীতে পরীক্ষায় বসবে ৪ হাজার ১শত ২৬ শিক্ষার্থী। এবার উপজেলার ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শ্রীবরদী মথুরানাথ বিনোদনী পাইলট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২ হাজার ৩ শত ৪৮ জন, টেংগরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৭শত ৬ জন, শ্রীবরদী কামিল মাদরাসায় ৭শত ৯ জন, শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইনস্টিটিউটশনে ৫৪ জন, সাদেক আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ১শ ২৭ জন ও শ্রীবরদী আইডিয়াল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১শত ৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম এলাহী আখন্দ বলেন, প্রশ্নপত্র ফাঁস, অসদুপায় অবলম্বন সহ নানা প্রতিকূলতা দূর করতে উপজেলার প্রতিটি কেন্দ্রের সচিবদেরকে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রের ইফতেখার ইউনুস বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রের বাইরে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।