শ্রীবরদীতে নাশকতার অভিযোগে বিএনপি’র ৬ নেতা আটক

শ্রীবরদীতে নাশকতার অভিযোগে বিএনপি’র ৬ নেতা আটক

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে নাশকতার অভিযোগে বিএনপির’র ৬ নেতাকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার দহেড়পাড় ঈদগাঁ মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, শ্রীবরদী শহর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কামাল, কাকিলাকুড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম রানা, ভেলুয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক বাদল মিয়া ও সাবেক যুগ্ম আহবায়ক খলিলুর রহমান। এসময় অবিস্ফোরিত ককটেলসহ নাশকতার নানা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় উপপরিদর্শক আসাদুল্লাহ খান বাদী হয়ে আটককৃত ৬জন সহ ৪১জন নামীয় ও ৫০/৬০ জনকে অজ্ঞাত নামা করে শ্রীবরদী থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে। আটককৃতদের সোমবার বিকালে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে নাশকতার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা উপজেলার সদর ইউনিয়নের দহেড়পাড় ঈদগাঁ মাঠে সমবেত হয়। এসময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় শ্রীবরদী থানা পুলিশ। অভিযানে ৬ জনকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল, লোহার রড, দা, বাঁশের লাঠি সহ নাশকতার উদ্দেশ্যে রাখা বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে পুলিশ।
শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, নাশকতার উদ্দেশ্যে বিএনপি’র নেতাকর্মীরা সমবেত হয়েছিলো। খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ ৬ জনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে ককটেল সহ নাশকতার সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃতদের বিষ্ফোরক আইনে মামলা দিয়ে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend