শ্রীবরদীতে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স উদ্বোধন

শ্রীবরদীতে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে শ্রীবরদী সরকারি কলেজের হলরুমে ৩ দিন ব্যাপী কোর্সের শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের এমআইএলজি’র যুগ্ম পরিচালক (উপসচিব) মো. শফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন স্থানীয় সরকার বিভাগ শেরপুরের উপপরিচালক মোহাম্মদ তোফায়েল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ, শ্রীবরদী সদর ইউনিয়নের চেয়ারম্যান ফরিদুজ্জামান প্রমুখ। কোর্সে উপজেলার ১০টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণ অংশগ্রহণ করেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Send this to a friend