শ্রীবরদীতে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
শেরপুরের শ্রীবরদীতে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষকদের নিয়ে এক দিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন শ্রীবরদী’র আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ^রীতে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। গার্ল গাইডস এসোসিয়েশন শ্রীবরদী’র কমিশনার ইসমত আরার সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম এলাহী আখন্দ, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম মিয়া, শ্রীবরদী আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, গার্ল গাইড এসোসিয়েশনের সদস্য ফাতেমা বেগম। সভার শুরুতেই গাইডিং কার্যক্রমের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন গার্ল গাইড এসোসিয়েশন শ্রীবরদী শাখার সম্পাদক মিরা খাতুন। এসময় গার্ল গাইড এসোসিয়েশনের সদস্য ও বিভিন্ন কারিগরি, মাদরাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষকরা উপস্থিত ছিলেন। পরে গার্ল গাইডস এসোসিয়েশন শ্রীবরদী’র উদ্যোগে উপজেলা পরিষদ চত্বেরে বৃক্ষরোপণ করা হয়।